
Class 6 Science Assignment Answer 2021 with PDF (9th week)
All Week Class six Science Assignment Solution 2021. 9th week class 6 science assignment PDF is available on our website. You can download Science assignment solution PDF through this post. So lets check class 6 science assignment answer 9th week.
Class 6 Science Assignment Answer 2021
The Secondary and Higher Education Board has published ninth week assignment question. At the same time, after being closed for a month, the students have been instructed to resume their assignment activities.
From now on all class assignments will be published every week. Like before, the assignment has to be solved and submitted to the respective educational institutions within the specified time.
Through this post, you will get 9th week class 6 science assignment 2021. The science subject seems a little difficult to many students. One of the reasons why this subject seems difficult is that students do not spend much time on the subject.
Read More: Download All Class PDF Book
Class 6 Science Assignment Solution 9th week
Class Six science assignment answer will be given here. Here you will find all week’s class six science assignment answers. Students who are a little bit weak in Science subject have no reason to worry. Because the assignment answers published on our website are solved by experienced people. So students can safely take 9th week class 6 Science assignment solution from our website.
9th week assignment Question
Sample Answer
চারপাশের বিভিন্ন শ্রেণীভূক্ত প্রাণীর গুরুত্ব ও এদের সম্পর্কে সচেতনতা
তারিখ: ২৬ জুন, ২০২১
বরাবর,
প্রধান শিক্ষক
নড়াইল উচ্চ বিদ্যালয়।
বিষয় : আমার দেখা ১০ টি প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক প্রতিবেদন।
জনাব, বিনীত নিবেদন এই যে, আপনার আদেশ যাহার স্মারক নং চে, উ.বি ০৬-২০২১, অনুসারে : ”আমার দেখা ১০ টি প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক প্রতিবেদন” শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি।
সহজে সুশৃংখলভাবে বিশাল প্রাণী জগকে জানার জন্য যে শ্ৰেণীকরণ করা হয়, তাই শ্রেণীবিন্যাস। জীব বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন। ১৯৭৮ সালে বিজ্ঞানী মারগিউলিস ও হুইটেকার। পৃথিবীর সকল প্রাণীকে শ্রেণীবিন্যাসের পদ্ধতি অনুযায়ী অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যানিমেলিয়া রাজ্যের একটি পর্বের নাম কর্ডাটা।
কর্ডাটা পর্বের সকল প্রাণীকে মাত্র দুইটি দলে ভাগ করা যায়। যথা
১.অমেরুদন্ডী ও
২.মেরুদন্ডী
আমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভূক্ত দশটি প্রাণীর নাম :
১. গরু, ২. মৌমাছি, ৩. রেশম পােকা, ৪. রুই মাছ, ৫. চিংড়ি, ৬. কোকিল, ৭. হাঁস, ৮. কুকুর, ৯. বিড়াল, ১০. টিকটিকি।
এগুলােকে ছকে শ্রেণীবিন্যাস করা হলাে :
প্রাণীর নাম | রাজ্য | দল | বৈশিষ্ট্য |
১. মৌমাছি
২. রেশম পােকা ৩. চিংড়ি |
অ্যানিম্যালিয়া | অমেরুদন্ডী প্রাণী |
|
প্রাণীর নাম | রাজ্য | দল | বৈশিষ্ট্য |
১. গরু
২.রুই মাছ ৩. কোকিল ৪. হাঁস ৫. কুকুর ৬. বিড়াল ৭. টিকটিকি |
অ্যানিম্যালিয়া | মেরুদন্ডী প্রাণী |
|
মানবজীবনে এদের গুরুত্ব
- রেশম পােকা হলাে উপকারী পতঙ্গ এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষি থাকে ।
- মৌমাছি থেকে মধু আর রেশম পােকা থেকে রেশমি সুতা পাওয়া যায়।
- চিংড়ি মূলত এক ধরনের পােকা। কিন্তু চিংড়িকে মাছ হিসেবে খাওয়া হয় এবং এটি খুবই সুস্বাদু।
- রুই মাছ মৎস্য শ্রেণিভুক্ত প্রাণী।এরা পানিতে বাস করে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। রুই মাছ আমাদের প্রােটিনের চাহিদা পূরণ করে ।
- কোকিল, হাঁস পক্ষী শ্রেণিভুক্ত প্রাণী।দেহ পালক দিয়ে আবৃত। এ সকল পাখি পালনের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। তাছাড়া মানুষের জন্য প্রয়ােজনীয় প্রােটিনের উৎস হিসেবেও এসব প্রাণীর ভূমিকা রয়েছে।
- গরু, কুকুর, বিড়াল হলাে স্তন্যপায়ী শ্রেণিভুক্ত প্রাণী। এদের দেহে লােম থাকে, বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়, মায়েরা বাচ্চা প্রসব করে। এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। গরুর দুধ আমাদের না অনেক উপকারী। সুস্থ-সবল থাকার জন্য আমাদের গরুর দুধ পান করতে হয়। কুকুর সাধারণত আমাদের বাড়ি পাহারা দিয়ে থাকে। সুন্দর প্রাণী হওয়ায় অনেকে বিড়াল পুষে থাকেন |
- টিকটিকি সরীসৃপ শ্রেণিভুক্ত প্রাণী।এরা বুকে ভর দিয়ে চলে, আঙ্গুলে নখ থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়।ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়।টিকটিকি বিভিন্ন ধরনের ক্ষতিকর পতঙ্গ খেয়ে আমাদের বিভিন্ন রােগ থেকে বাঁচায়।
পরিবেশে কোনাে জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না।বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে তার চারপাশের পরিবেশের উপর নির্ভর করে।
এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে যে পদক্ষেপ নেওয়া যায়
১। এ সকল প্রাণীর জন্য বাসস্থানের সু-ব্যবস্থা করে দিতে হবে।
২। পুষ্টিকর ও আদর্শ খাদ্য নিশ্চিত করতে হবে।
৩। বসবাসের ক্ষেত্রে প্রতিকূলতা দূর করতে হবে।
৪। হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে হবে।
৫। উপরােক্ত প্রাণীগুলাে আমাদের খাদ্য চাহিদার বিরাট অংশ পূরণ করে থাকে বলে এসকল প্রাণীর সুস্বাস্থ্যে আমাদের তৎপর থাকতে হবে।
৬। এ সকল প্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
৭। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বংশবিস্তারের ব্যবস্থা করতে হবে।
৮। এ ধরনের প্রাণি পালনে সাধারণ মানুষকে আহ্বান করতে হবে।
প্রতিবেদকের নাম ও ঠিকানা :’ ক’
৬ষ্ঠ শ্রেণি
শাখা – ক।
রােল – ০১
নড়াইল উচ্চ বিদ্যালয়।
Check 4th week Science Assignment Answer
Previous 4th week class six science assignment answer also available here. Even then, science is a bit difficult for most of the students. However, the good news for the students is that the students will get the class six science assignment 4th week answer accurately through this post.
- Assignment
- Assignment Answer:
নিম্নে আমি আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার পরিমাপ একটি সেন্টিমিটার স্কেলের সাহায্যে মেপে উপস্থাপন করলাম।
আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১৫০ সেন্টিমিটার
আমার পড়ার টেবিলের প্রস্থ = ৯০ সেন্টিমিটার
এবং আমার পড়ার টেবিলের উচ্চতা = ৮০ সেন্টিমিটার।
১) আমার পড়ার,
টেবিলের দৈর্ঘ্য = ১৫০ সেন্টিমিটার;
টেবিলের প্রস্থ = ৯০ সেন্টিমিটার।
আমরা জানি, ক্ষেত্রফল = (দৈর্ঘ্যxপ্রস্থ) বর্গ একক
তাহলে আমার পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে (১৫০x৯০) বর্গ সেন্টিমিটার = ১৩৫০০ বর্গ সেন্টিমিটার।
সুতরাং আমার পড়ার টেবিলের পৃষ্ঠের নির্ণেয় ক্ষেত্রফল = ১৩৫০০ বর্গ সেন্টিমিটার। (উত্তর)
২) আমার পড়ার,
টেবিলের দৈর্ঘ্য = ১৫০ সেন্টিমিটার
টেবিলের প্রস্থ = ৯০ সেন্টিমিটার
টেবিলের উচ্চতা = ৮০ সেন্টিমিটার
আমার পড়ার টেবিল ঘরের ভেতরের যেটুকু জায়গা দখল করবে সেটাই হবে তার আয়তন।
আমরা জানি, আয়তন = (দৈর্ঘ্যxপ্রস্থ×উচ্চতা) ঘন একক।
সুতরাং আমার পড়ার টেবিলের আয়তন= (১৫০x৯০x৮০) ঘন সেন্টিমিটার।
= ১০৮০০০০ ঘন সেন্টিমিটার।
উত্তর: এটি ঘরের ১০৮০০০০ ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে।
৩)
২ নং থেকে পাই আমার পড়ার টেবিলটি ঘরের ১০৮০০০০ ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে।
প্রশ্নমতে, সমআয়তন পাত্রের আয়তন ১০৮০০০০ ঘন সেন্টিমিটার।।
ওই পাত্রে যেটুকু পানি ধরবে তা ওই পাত্রের আয়তনের সমান হবে।
আমরা জানি, ১০০০ ঘন সেন্টিমিটার পানির আয়তন ১ লিটার ।
সুতরাং, ১০৮০০০০ ঘন সেন্টিমিটার পানির আয়তন =(১০৮০০০০ ÷ ১০০০) লিটার।
=১০৮০ লিটার।
উত্তর: পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সেই আয়তনের একটি পাত্রে ১০৮০ লিটার পানি ধরবে।
Upcoming 12th week answer
DSHE asignment authority set science assignment for 12th week for class 6 students. You will find the class 6 science assignment answer of any week here. So you have no reason to worry. The class six upcoming assignment answer will be given below.
Want to get more week assignment answer, join our Facebook Page and groups.