Class 7 Science Assignment Answer 2021 with PDF (9th Week)
9th week class seven Science assignment question & solution with PDF. Class 7 Science Assignment answer 2021 is available on our website. Through this post, you will find class seven Science assignment solution 2021. So let’s quickly download the assignment solution.
Class 7 Science Assignment Answer 2021 with PDF
In the 9th week, for the students of class seven, assignments on Bangla and Science subjects have been published. Assignment answers of all subjects of class seven are available on our website. However, in this post, we will specifically discuss only science subject assignment answers.
Of course, science is an important subject. However, science is not only important for those who want to study in science groups. Science is an important subject for all students.
At the present time, everyone should have a basic idea about science. Because we are living in the age of science and technology. So, of course, we need to know something about science. That is why the importance of science is immense.
But there are many students among us who find science very difficult. And they don’t want to spend too much time on science. For which they remain weak in science subject.
But these students have no reason to worry about science assignment answers. Because www.admissionwar.com publishes assignment answers for you every week.
So let’s take a look at this week’s class seven Science assignment answer.
Class Seven Science Assignment Answer 2021
The science assignment topic is taken from the second chapter of the science book. The title of the chapter is the cellular organization of plants and animals.
Assignment questions are given below. You will also find the Biggan assignment answers below the assignment.
- Assignment
- Assignment Answer
১নং প্রশ্নের উত্তর
২নং প্রশ্নের উত্তর
ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশিঃ যে পেশী অনুপ্রস্থে রেখাযুক্ত ও ব্যক্তির ইচ্ছামত নিয়ন্ত্রিত হয় এবং যা দেহের কঙ্কালের উপর থাকে তাকে ঐচ্ছিক পেশী বা কঙ্কাল পেশী বলে।
অনৈচ্ছিক পেশিঃ মানব দেহের যে সকল পেশি ইচ্ছানুযায়ী সংকুচিত, প্রসারিত বা চালনা করা যায় না তাকে অনৈচ্ছিক পেশি বলে।
নিন্মে ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির তালিকা দেওয়া হলােঃ
ঐচ্ছিক পেশি |
অনৈচ্ছিক পেশি |
মানুষের হাতের পেশি | রক্ত নালী |
মানুষের পায়ের পেশি | লসিকা নালী |
পিন্ডিকা পেশি | শ্বাসনালী |
ঘাড়ের পেশি | গ্রন্থি নালী |
চোয়ালের পেশি | জনন/জরায়ু নালী |
কঙ্কালতন্ত্র | পৌষ্টিক নালী |
৩নং প্রশ্নের উত্তর
প্রাণিদেহের যে কলা উদ্দীপনা সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ুটিস্যু বা নাভটিস্যু বলে। স্নায়ুটিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি।
নিন্মে নিউরন এর সচিত্র বর্ণনা দেওয়া হলােঃ
ক. কোষদেহঃ কোষ দেহে প্লাজমামেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াসস বিভিন্ন অঙ্গাণু আছে। কোষ দেহ গােলাকার, তারকাকার বা ত্রিভুজাকার হতে পারে। সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলগিবস্তু, লাইসােজোম, চৰি গ্লাইকোজেন, রঞ্জক কণাসহ অসংখ্য নিসল দানা থাকে। নিসল দানা প্রকৃতপক্ষে রাইবােজোমের সমষ্টি। এরা নিউরাে ট্রান্সমিটার বস্তু তৈরি করে। কোষদেহের সুপ্রত্যক্ষ নিউক্লিয়ােলাস কেন্দ্রীয় একটি নিউক্লিয়াস ধারণ করে।
খ. প্রলম্বিত অংশ বা প্রবর্ধক: কোষদেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকেই প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুই প্রকারের। যথাঃ
১। ডেনড্রনঃ বহু শাখা প্রশাখাবিশিষ্ট ছােট ছােট প্রলম্বিত অংশগুলাের নাম ডেনড্রন। ডেনড্রনের শাখাগুলােকে ডেনড্রাইট বলে। ডেনড্রাইটের মাধ্যমে উদ্দীপনা দেহের দিকে সংগৃহীত হয়। একটি স্নায়ু কোষে ডেনড্রাইটের সংখ্যা শূন্য থেকে অসংখ্য পর্যন্ত হতে পারে।
২। অ্যাক্সন: প্রায় শাখা-প্রশাখাবিহীন দীর্ঘ প্রলম্বিত অংশের নাম অ্যাক্সন। অ্যাক্সন কোষ দেহ থেকে এক বা একাধিক মিটার বিস্তৃত হতে পারে। যেমন সায়াটিক স্নায়ুতে থাকে যা স্পাইনাল স্নায়ু থেকে পদতল পর্যন্ত বিস্তৃত থাকে। খাটো তম অ্যাক্সন থাকে মস্তিস্কের নিউরনে যা মাত্র কয়েক মাইক্রোমিটার দীর্ঘ। অ্যাক্সনের মাধ্যমেই উদ্দীপনা কোষদেহ থেকে বাইরের পরবর্তী নিউরন, পেশিকোষ বা গ্রন্থিতে প্রবাহিত হয়। অ্যাক্সন নিউরিলেমা দ্বারা আবৃত থাকে। নিউরিলেমার নিচে একটি বিচ্ছিন্ন ফ্যাটি পদার্থের স্তর থাকে একে মায়েলিন শীথ বলে। রাবার শীথ যেমন বিদ্যুৎ বাহী তারকে অন্তরীত করে ঠিক তেমনি মায়েলিন শীথ অ্যাক্সনকে অন্তরীত করে। যে স্থানগুলােতে মাযেলিন শীথ অনুপস্থিত সেখানে সংকোচনের সৃষ্টি হয়। এসব সংকোচনকে রেনভিয়ারের পর্ব বলে। যেহেতু স্নায়ু উদ্দীপনা মায়েলিন শীথের মধ্য দিয়ে যেতে পারে না সেহেতু এরা এক পর্ব থেকে আরেক পর্বে লাফ দিয়ে স্নায়ু তাড়নার গতি বৃদ্ধি করে।
Some Guidelines
1. For the assignments, it’s better to have A4 size pages.
2. School name, assignment subject, class, group, roll number, date, etc. must be written neatly and cleanly on the cover page.
3. For each subject, the assignment book should be prepared in the same manner.
5. When writing assignment answers, do not use red ink pen.
6. Assignment should be written in a nice and clean way.
7. Assignment solutions need to be prepared through your own acquired knowledge. So that your learning results are reflected.
8. There may also be different rules and regulations given by the educational institution for writing assignments. These rules must be followed while writing the assignment. Otherwise, your assignment will not be accepted. And you may have to rewrite the assignment.
Bro অনৈচ্ছিপেশি এর তালিক