বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

গুচ্ছ পদ্ধতিতে GST জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ । সাধারন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় GST ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে, কিভাবে পরীক্ষার্থী বাছাই করা হবে, কোথায় ভর্তি পরীক্ষা নেওয়া হবে, মান বন্টন কেমন হবে এবং এ সম্পর্কিত আরোও বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। ইংরেজীতে দেখুন

 গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের ২২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। আগামী এপ্রিল ও মে মাসে তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো নিজ একাডেমিক কাউন্সিলের সভায় প্রস্তুতি নেবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদন শুরু: 

আবেদনের শেষ : 

আবেদন ফি:

ফলাফল :  

ক্লাস শুরু: 

 আবেদন লিংক : gstadmission.ac.bd

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৫ এপ্রিল থেকে।

২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা), ২ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আপডেটসমূহ

  • এবছর শুধুমাত্র একটি ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করা যাবে ।
  •  আলাদাভাবে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফি জমা দিতে হবে না ।

আরও পড়ুন: ২০২৩-২০২৪ এর ঢাবি ও মেডিকেল সহ সকল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী প্রশ্নের ব্যখ্যা সহ সমাধান ও প্রশ্ন এনালাইসিস

জিএসটি ভর্তি পরীক্ষার তারিখ

সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর GST ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে । বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দুপুর ১২.০০ টায় শুরু হবে কিন্তু অন্য দুই ইউনিটের পরীক্ষা সকাল ১১ টায় শুরু হবে

ক ইউনিট – (বিজ্ঞান) ০৯ মে, ২০২৫
খ ইউনিট – (মানবিক) ০২ মে ,২০২৫
গ ইউনিট -(বানিজ্য) ২৫ এপ্রিল, ২০২৫

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক ১০০টি বইয়ের পিডিএফ

 ভর্তি পরীক্ষার যোগ্যতা

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক অনলাইন আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ।

  • A ইউনিট – বিজ্ঞান

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ  ৮.০০ থাকতে হবে।

সাধারন শিক্ষাবাের্ডের বিজ্ঞান শাখাসহ ভােকেশনাল (এইচএসসি) এবং মাদ্রাসা বাের্ড (বিজ্ঞান) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত
হবে।

  • B ইউনিট – মানবিক

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৬.০০ থাকতে হবে।

সাধারন শিক্ষাবাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড (সাধারন, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।

  • C ইউনিট – ব্যবসায় শিক্ষা

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।

জিসিই O এবং A লেভেল এর যোগ্যতা ভর্তি বিজ্ঞপ্তিতে দেখুন ।

আরও পড়ুন: সকল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি পরীক্ষার মান বন্টন

জিএসটি (GST) ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে । সকল ইউনিটের পরীক্ষার ১ ঘন্টায় হবে । ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৩০ । নিচে সকল ইউনিটের মানবন্টন দেওয়া হল –

  • বিজ্ঞান শাখা ( এ ইউনিট)
  বিষয়  নম্বর  মোট নম্বর
 আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান ২৫  ৫০
রসায়ন ২৫
বাংলা ২৫
ইংরেজী ২৫
ঐচ্ছিক ( যে কোন দুইটি) গণিত
২৫  ৫০
জীববিজ্ঞান ২৫

গণিত ও জীববিজ্ঞান থেকে যেকোনেএকটি বিষয় নির্বাচন করতে হবে ।

  • মানবিক শাখা ( বি ইউনিট )
বিষয় মান
বাংলা ৩৫
ইংরেজী ৩৫
সাধারণ জ্ঞান ৩০
মোট ১০০ নম্বর

আরও পড়ুন: GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়া

  • বাণিজ্য শাখা ( সি ইউনিট)
বিষয় মান
হিসাববিজ্ঞান ৩৫
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৩৫
বাংলা ১৫
ইংরেজী ১৫
মোট ১০০ নম্বর

জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের GST ( General and Science Technology) বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে নিচে দেয়া হবে। নিচে ২০২৪ এর নোটিশ দেয়া আছে…
GST-Admission-Circular-2024

জিএসটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তালিকা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা জন্য যে ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ০৯ টি এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় ১৫ টি ।

সাধারণ বিশ্ববিদ্যালয়  বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় 
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৩. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ১৪. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা) ১৫. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
৫. বরিশাল বিশ্ববিদ্যালয় ১৭. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৯. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. খুলনা বিশ্ববিদ্যালয় ২০. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯. ইসলামী বিশ্ববিদ্যালয় ২১. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১১. কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৩. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 ১২. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর

বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

��তামত

  1. A unit er question এর মান বন্টন টা একটু বুঝিয়ে বলেন
    আর গণিত ও জীববিজ্ঞান এর ভিতর কি hsc er main subject যেটা ছিল ঐটা দাগাতে হবে ?

  2. আমার এসএসএসসি তে gpa ৪.৩৯(বিজ্ঞান) hsc তে gpa ৩.৮৭( বিজ্ঞান) আমি কি পরীক্ষা দিতে পারবো?

  3. ১৩ তারিখ গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে কারো কেন্দ্র আছে?

  4. আমার বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি ৩.৩৬ এবং এইচ এস সি বিজ্ঞান বিভাগ ৩.৩৩আমি কী গুচ্ছে আবেদন করতে পারব??

  5. ভাইয়া।আমি তো এসএসসি তে ৩.৮৩ এবং এইচএসসিতে ৩.৭৫ পেয়েছি। আমি আবেদন করতে পারবো গুচ্ছ পরিক্ষা..?

    1. ভাইয়া আমার ssc বিজ্ঞান শাখা হতে 3.36
      এবং hsc মানবিক শাখা হতে 3.83 আমি কি আবেদন করতে পারবো?
      প্লিজ একটু যানান ভাইয়া

    1. ভাইয়া আমি এস এস সি তে 3.50(বিজ্ঞান বিভাগ) এবং এইস এস সি তে 4.58(বি এম)আমি কি গুচ্ছতে মানবিক এ পরিক্ষা দিতে পারব।

  6. কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইস এস সি (বিএম) পাশ করে গুচ্ছ তে পরীক্ষা দেয়া যাবে কোন ইউনিটে?
    অন্যান্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে?
    জানালে উপকৃত হবো।

    1. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ সহ সকল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগে পরীক্ষা দিতে পারবে

    1. পাস মার্ক ৩০ । জগন্নাথ এবং সাস্ট পেতে , সবচেয়ে বেশি মার্ক পেতে হবে

  7. গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক অনুষদে মোট আসন সংখ্যা কত কে জানেন কী?
    যদি জানা থাকে তবে দয়া করে অবশ্যই আমাকে জানাবেন।

  8. গুচ্ছ বাদে সকল বিশ্ববিদ্যালয়ি পরিক্ষার তারিখ ঘুষণা করে দিয়েছে। কেন এখনো গুচ্ছ কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না??

  9. প্রাথমিক আবেদনে কি টাকা লাগে?
    আমি ত দিই নি। প্রাথমিক আবেদনের পর তারপর কি টাকা দিতে হবে?

  10. প্রশ্ন যাদের ৩.০০+৪.০০=৭.০০ তারা পরীক্ষা দিতে পারবে না।যাদের ৩.০০+৩.০০=৬.০০ এরা পরীক্ষা দিতে পারবে না।গুচ্ছ পদ্ধতি তে পরীক্ষা না হইয়ে আলাদা আলাদা পরীক্ষা হতো তাইলে এরা ৬-৭ টা বিশব্বিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতো।তাইলে এদের কনো সুযোগ দেয়া হলো না কেনো?

    1. তাইতো। ২০২২ কি রকম করে কে জানে? এই রকম হলে অনেকে পরীক্ষা দিতে পারবে না। আমিও পারবো না😢

  11. এস.এস.সি ৪.৪১।এইচ এস সি ৩.৭৫।মোট নম্বরঃ৮.১৬
    আমি কি ব্যাবসায় বিভাগে প্রাথমিক আবেদনে সিলেক্ট হতে পারবো?

  12. এস.এস.সি ৪.৪১।এইচ এস সি ৩.৭৫।
    আমি কি ব্যাবসায় বিভাগে প্রাথমিক আবেদনে সিলেক্ট হতে পারবো?

  13. ইনশাআল্লাহ আপনি সিলেক্ট হয়ে যাবেন।সুন্দর একটা প্রিপারেশন নিন।
    আর আমার জন্য দো’আ রাখবেন।😓

      1. (আইসিটি, গণিত ও জীববিজ্ঞান যেকোন দুটি বিষয় পরীক্ষা হবে)….কোন দুটি ?????

  14. আমি ২০১৭ তে এসএসসি পরীক্ষা দেই। পয়েন্ট ৫.০০। ২০১৯ এ এইচএসসি। পয়েন্ট ৪.৭৫। দুইটায় মিলে আমার মোট পয়েন্ট হয় ৯.৭৫। আর আমি সেকেণ্ড টাইম ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছি। এখন আমি বুঝতে পারতেছিনা প্রাথমিক সিলেকশনে আমি থাকতে পারবো কিনা। অনুগ্রহ করে কি কেউ একটু বলতে পারবেন, আমার এই পয়েন্ট নিয়ে আমি ভর্তি পরীক্ষা দেয়ার জন্য প্রাথমিক সিলেকশনে থাকার সম্ভাবনা কতটুকু আছে…??

  15. ১৫০০০০ জন সিলেকশন কেন??? এখানে যা শর্ত দেয়া আছে সেই হিসেবে তো অনেকেই এক্সাম দিতে পারার কথা। কিন্তু হিসেব করলে যাদের রেসাল্ট ৯.সামথিং এদের অনেকের প্রিপারেশন ভালো তারা কি এক্সাম দিতে পারবে না!!!!!!!! এবার তো A+ এর ছড়াছড়ি তাহলে যাদের A+ নেই তাদের কি হবে প্রশ্ন রইলো কর্তৃপক্ষের কাছে???

    1. প্রাথমিক আবেদন ১ এপ্রিল ২০২১ থেকে ১৫ এপ্রিল ২০২১ পর্যন্ত।
      প্রাথমিক আবেদন এ সিলেক্টেড হলে ২৪ এপ্রিল ২০২১ থেকে ২০ মে ২০২১ এর মধ্যে চুড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!